সিরাজগঞ্জের তাড়াশে দু পক্ষের সংঘর্ষে আহত ৩০
- প্রকাশিত সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / 106
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছে ৩০ জন।
রবিবার (২৮ ফেব্রয়ারি) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আফসার আলী গ্রুপের সাথে ইদ্রিস আলী গ্রুপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের মাদ্রাসার ক্যাশ নিয়ে হিসাব নিকাশ শুরু হলে তর্কে জড়িয়ে পরে।
দু-পক্ষের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এতে আফসার আলী গ্রুপের মৃত আফাজ আলীর ছেলে আফসার, খয়বর, খয়বরের ছেলে ইকবাল, আবু জাফরের ছেলে শহিদুল ও জুবাই, আসকান এবং ইদ্রিস আলী গ্রুপের মৃত হরফ মন্ডলের ছেলে ইদ্র্রিস আলী, আব্দুল জুব্বার, আব্দুল জুব্বারের ছেলে ফিরোজুল ইসলাম, ফারুক হোসেন, খয়বরের ছেলে জিয়াউর রহমান, আমজাদের ছেলে সেরাজ আলীসহ আরো অনেকে আহত হয়েছে।
উভয় গ্রুপের আহতদের তাড়াশ হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক তাদের প্রয়োজন মত প্রাথমিক চিকিৎসা দেন।
পরে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিরাজগঞ্জ সদর ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ৬ জন ও ১ জনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য ও প প কর্মকর্তা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিরাজগঞ্জ সদর ও বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ৬ জন ও ১ জনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ পাবনায় দীর্ঘ দেড়যুগ পর শুরু হল কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি সার্ভিস