গাইবান্ধায় আমের মুকুলে ছয়লাপ লাভের আশায় ব্যবসায়ীরা
- প্রকাশিত সময় ০৩:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / 138
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ রসমুন্জুরি আর ভুট্টা মরিচের জেলা গাইবান্ধায় আম গাছ গুলোতে উঁকি মারতে শুরু করেছে সোনালী রঙ্গের আমের মুকুল।
এখন প্রায় গাছে গাছে মুকুলে ছয়লাপ গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত বাগানগুলো।
একরাশ বুক ভরা আশা নিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা।
আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এ এলাকার আম বাগানের মালিকেরা।
পোকা মাকড় দমনে বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করছেন তারা।
এই মৌসুমের শুরুতেই আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগান, বাসা বাড়ি সহ নিজ উদ্যোগে লাগানো আম গাছগুলোতে ভরপুর আমের মুকুল।
এবারে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা,সূর্যপুরি সহ বিভিন্ন প্রজাতির আম গাছ লাগিয়েছেন বলে জানান বাগান মালিকরা।
হয়তো অন্যবারের তুলনায় বাগান গুলো থেকে ভালো লাভ পাবে, এমটাই মনে করছেন আম চাষী ও ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ গাইবান্ধায় চার লেন সড়ক বাস্তবায়নে চলছে উচ্ছেদ অভিযান