হাওড় বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
- প্রকাশিত সময় ০৬:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / 173
হাওড় উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নির্ধারিত সময়ে হাওড় বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে এবং বৃহত্ত সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সোমবার (১লা মার্চ) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
সভায় বক্তারা বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে হাওরের বেরী বাধ নির্মাণ কাজ সম্পূর্ণ না হলে সিলেটবাসীসহ হাওরবাসীকে সাথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বক্তারা বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবি জানান।
হওয়র উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলার এডিাশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা ওয়াহিদ মিয়া, তোফায়েল আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোঃ ইউসুফ সেলু, সিলেট জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সদস্য সচিব মামুন চৌধুরী, আখলাকুর হোসেন, সামিদুল হক, সুরঞ্জন দাস প্রমুখ।