বিজ্ঞপ্তি :
আটঘরিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / 101
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ ১লা মার্চ সোমবার পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
“মুজিব বর্ষের অঙ্গিকার বীমা হোক সাবার”
উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বীমা দিবসে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন।
আটঘরিয়া পৌরসভার কাউন্সিলর উম্মে কুলছুম আরা বিউটি।
পপুলার লাইফ ইনসুরেন্স পাবনা-৩ এর সার্ভিস সেলস মোঃ সিরাজুল ইসলাম, পপুলার লাইফ ইনসুরেন্স পাবনা-৩ এর জেলা কোডিনেটর নুরুনাহার, জেলা কোডিনেটর পাবনা-৩ এর সবিতা রানী, বিএম সাইফুল ইসলাম, বিএম কাজী মাজহারুল ইসলাম প্রমূখ।