ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

অগ্নিকান্ডের তান্ডবে দরীদ্র জুলহাসের পরিবার এখন নিঃস্ব

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / 87
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দরীদ্র কৃষক জুলহাস আলী ।

নিজের স্বল্প জমি আবাদের পাশাপাশি দিনমজুরের কাজও করে।অভাবের সংসারে বৃদ্ধ মা ,স্ত্রী ও দুই ছেলে নিয়ে কোন  মতে কেটে যাচ্ছিল দিনক্ষণ।
বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ১ মার্চ রাত সাড়ে বারটার দিকে বিদ্যুতের শকসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে গোয়াল ও রান্নাঘরসহ পাঁচটি ঘর।ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
রেহাই পায়নি গরু, ছাগল, হাঁসমুরগীসহ ফসলাদি।
ক্ষয় ক্ষতির বিবরণঃ
১। ৫টি ঘর
২। ২টি গাভী
৩। ৫টি ছাগল
৪। ১৮টি মুরগী
৫। নগদ বাইশ হাজার টাকা
৬। ধান চালসহ সকল ঘরে তোলা ফসলাদি
৭। সকল কাপড় চোপড় (পরনের ব্যতিত )
৮। ব্যবহার্য সকল তৈজষপত্র
৯। জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র
১০। ২টি মোবাইল
অগ্নিকান্ডের পর বাকরুদ্ধ অসহায় জুলহাস।
প্রতিবেশীরা সহায়তার হাত বাড়িয়েছেন।স্হানীয় মেম্বর চেয়ারম্যান পরিদর্শন করেছেন।ইউ এন ও মহোদয় খবর পেয়ে তাৎক্ষণিক  চাল,ডাল,আটা ও দুটি কম্বলের ব্যবস্হা করেন।
তিনি জরুরী ভাবে সরকারী টিনের ব্যবস্হা করবেন বলে জানান।
জুলহাসের পরিবার এখন খোলা আকাশের নীচে ।
দেশে বিদেশে অবস্হানরত  (ব্যবসায়ী / চাকুরীজীবি )এলাকার স্বহৃদয়বান ব্যক্তিবর্গ জুলহাসের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা কামনা করি ।
যোগাযোগঃ জুলহাস আলী
মোবাঃ ০১৭৫৬-৬৬২৩২৮

অগ্নিকান্ডের তান্ডবে দরীদ্র জুলহাসের পরিবার এখন নিঃস্ব

প্রকাশিত সময় ০১:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দরীদ্র কৃষক জুলহাস আলী ।

নিজের স্বল্প জমি আবাদের পাশাপাশি দিনমজুরের কাজও করে।অভাবের সংসারে বৃদ্ধ মা ,স্ত্রী ও দুই ছেলে নিয়ে কোন  মতে কেটে যাচ্ছিল দিনক্ষণ।
বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ১ মার্চ রাত সাড়ে বারটার দিকে বিদ্যুতের শকসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে গোয়াল ও রান্নাঘরসহ পাঁচটি ঘর।ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
রেহাই পায়নি গরু, ছাগল, হাঁসমুরগীসহ ফসলাদি।
ক্ষয় ক্ষতির বিবরণঃ
১। ৫টি ঘর
২। ২টি গাভী
৩। ৫টি ছাগল
৪। ১৮টি মুরগী
৫। নগদ বাইশ হাজার টাকা
৬। ধান চালসহ সকল ঘরে তোলা ফসলাদি
৭। সকল কাপড় চোপড় (পরনের ব্যতিত )
৮। ব্যবহার্য সকল তৈজষপত্র
৯। জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র
১০। ২টি মোবাইল
অগ্নিকান্ডের পর বাকরুদ্ধ অসহায় জুলহাস।
প্রতিবেশীরা সহায়তার হাত বাড়িয়েছেন।স্হানীয় মেম্বর চেয়ারম্যান পরিদর্শন করেছেন।ইউ এন ও মহোদয় খবর পেয়ে তাৎক্ষণিক  চাল,ডাল,আটা ও দুটি কম্বলের ব্যবস্হা করেন।
তিনি জরুরী ভাবে সরকারী টিনের ব্যবস্হা করবেন বলে জানান।
জুলহাসের পরিবার এখন খোলা আকাশের নীচে ।
দেশে বিদেশে অবস্হানরত  (ব্যবসায়ী / চাকুরীজীবি )এলাকার স্বহৃদয়বান ব্যক্তিবর্গ জুলহাসের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা কামনা করি ।
যোগাযোগঃ জুলহাস আলী
মোবাঃ ০১৭৫৬-৬৬২৩২৮
আরও পড়ুনঃ নোয়াখালীর চাটখিলে মৎস্য চাষী সমিতিকে সরকারী অনুদানে গাড়ী প্রদান