সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি-আহত-১
- প্রকাশিত সময় ০৬:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / 148
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দোচালা টিনের ঘরসহ ১৩টি ছাগল ২টি ষাড় ভম্মিভূত প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে পৌর সদরের সাঁথিয়া কোনাবড়িয়া গ্রামের হাবিবুর রহমান ও জাইদুলের বাড়ীতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার(২ মার্চ) রাত সোয়া ৭টার কোনাবাড়িয়া গ্রামের হাবিবুর রহমান ও জাইদুলের গোয়াল ঘরে অগ্নিকান্ড ঘটে।
এসময় স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৪৫মিনিট ধরে প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘরটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়।
ঘরের মধ্য থেকে ষাড় উদ্ধার করতে গিয়ে আগুনের লেলিহান শিখায় দাহ হয়ে গুরুতর আহত হয় জাইদুল(৪৫)।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা আশংকজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
সাঁথিয়া ফায়ার ষ্ট্রেশন থেকে ফায়ার সাভির্সের গাড়ী দেরিতে এসে পৌচ্ছালে ততক্ষনে ঘর পুড়ে ছাই।
এতে করে ঘরে থাকা ১৩টি ছাগল, ২টি ষাড়সহ দোচালা ২টি ঘর পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
আঃ মজিদ জানান,জাইদুলের ২টি ষাড় ও হাবিবুর রহমানের ১৩ ছাগল আগুনে পুড়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে।
সাঁথিয়ার ফায়ার সাভির্সের গাড়ী দেরিতে এসে পৌচ্ছালে ততক্ষনে ঘর পুড়ে ছাই।
সাঁথিয়া ফায়ার সার্ভিস ন্ট্রেশনের ডিউটি অফিসার কে এম আবু হেনা রনি বলেন, খবর পেয়ে আমরা পৌচ্ছে দেখি এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
আরও পড়ুনঃ উল্লাপাড়ায় গুজব ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ