নতুন প্রজন্মকে সুশিক্ষা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে -পাবনা জেলা প্রশাসক
- প্রকাশিত সময় ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / 132
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, নতুন প্রজন্মকে সুশিক্ষা অর্জন করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার মত আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে।
ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের রোপনকৃত বৃক্ষগুলোকে পরিচর্যা করে হবে। তাহলেই আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের আত্মার ছাদগায় জারিয়া হবে।
গতকাল বুধবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন তিনি।
এ উপজেলায় ৪ হাজার ৭৬৯টি বৃক্ষের চারা রোপন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা-কর্মচার, শিকক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।