পাবনার বেড়ায় সওজ এর উচ্ছেদ অভিযান ৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- প্রকাশিত সময় ১২:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / 144
বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে ।
বুধবার (৩ মার্চ) সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী অভিযান কাজীরহাট-পাবনা ও নগরবাড়ি-বগুড়া মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দুই দিন ব্যাপী উচ্ছেদ অভিযান কর্মসূচীর প্রথম দিনে সকাল থেকে উপজেলার কাশিনাথপুর ফুল বাগান মোড়ের আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চালানো হয়।
প্রথম দিনেই আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও ম্যাজিস্ট্রেট, পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এসব মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির।
এ কারণে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানের প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে অবস্থিত জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের একটি কার্যালয়ও।
আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ করার বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগ, বেড়ার উপ সহকারী প্রকৌশলী আবুল বাসেত বলেন, এই কার্যালয় ফুটপাতের ওপরে নির্মাণ করা হয়েছিল।
ফুটপাত দখলমুক্ত করতে এই কার্যালয় উচ্ছেদ করা হয়েছে।
আরও পড়ুনঃ পাবনার বেড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু