শেখ হাসিনা বিশ্বে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত -এম.পি প্রিন্স
- প্রকাশিত সময় ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / 100
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন- নারীর ক্ষমতায়নে বিশ্বের অনেক দেশের চাইতে এগিয়েছে বাংলাদেশ।
নারীর উন্নয়নে নারীদেরকেই এগিয়ে আসতে হবে সচেতন থাকতে হবে।
বর্তমান সরকার বিভিন্নভাবে নারী ক্ষতায়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত ।
সোমবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি প্রিন্স আরো বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান খোকা খেকে জাতির পিতা হয়েছেন এর পিছনে অন্যতম ভুমিকা রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার।
বাংলাদেশের উন্নয়নে, সংগ্রামে. দেশ গঠনে নারীদেও বিষেশ ভুমিকা রয়েছে।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, স্থানীয় সরকারের উপপরিচালক আফরোজা আখতার,অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার প্রমুখ।
“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য পাবনায় পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার উপপরিচালক কানিজ আইরিন জাহান।