রাস্তায় ফেলা ময়লা বাসার গেটের সামনে রেখে গেলেন ঢাকা উত্তরের মেয়র
- প্রকাশিত সময় ০৬:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / 193
ডেস্ক নিউজঃ যেখানে সেখানে ময়লা না ফেলতে বারবার নিষেধ করার পরেও রাস্তাজুড়ে ময়লার স্তুপ দেখে অভিনব এক কান্ড করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সরকারি কর্মকর্তাদের বাসভবনের সামনে স্তূপ করে রাখা ছিল গৃহস্থালির ময়লা। সেই ময়লা রাস্তা থেকে সরিয়ে মিরপুর সেকশন-৬ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মিত সরকারি বাসভবনের গেটের সামনে ময়লা রাখা হয়েছে।
সোমবার ৮ মার্চ সকাল ১০টায় সেখান দিয়ে যাচ্ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি রাস্তায় ময়লার স্তূপ দেখে গাড়ি থেকে নামেন। পরে ঐ ময়লা সরকারি কর্মকর্তাদের বাসভবনের গেটের সামনে রাখার নির্দেশ দেন।
ঢাকা উত্তরের মেয়রের এমন পদক্ষেপ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। তারা জানান, প্রতিদিন এই রাস্তায় সরকারি কর্মকর্তাদের বাসভবনের ময়লা ফেলা হয়। ফলে পথচারীদের এই রাস্তায় দিয়ে চলতে সমস্যা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঐ এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান রাস্তার একটা বড় অংশজুড়ে ময়লার স্তুপ, এরপর
তিনি সিদ্ধান্ত নেন এই ময়লা সরকারি বাসভবনের গেটের সামনে ফাঁকা জায়গা রাখা হবে। যেই কথা সেই কাজ। ময়লা অপসারণের যন্ত্র দিয়ে সেই রাস্তার ময়লা নিয়ে রাখলেন সরকারি বাসভবনের গেটের সামনে।
এ বিষয়ে মেয়র আতিক সাংবাদিকদের বলেন, দেখুন এখানে ৬৫০টার বেশি ফ্লাট আছে। যারা এই ভবনটা করেছেন তারা একবারও চিন্তা করেন নাই যে, ৬৫০টি ফ্ল্যাট বা ৭২০ ফ্ল্যাটের মালিকরা ময়লাটা কোথায় ফেলবেন? ওনারা ময়লাটা রাস্তায় ফেলে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা রাস্তায় ময়লা ফেললে বাকিরা কি করবে?
অভিনব এই প্রতিবাদের বিষয়ে মেয়র আতিক বলেন, বলেছি ময়লাটা পরিষ্কার করে ওনাদের সামনে যে সৌন্দর্যমণ্ডিত জায়গা আছে সেখানে ফেলে দেন। আমি বলেছি ভেতরে জায়গা দিন, ওনারা বলেছেন ভেতরে গন্ধ হবে। ভেতরে গন্ধ হবে আর রাস্তার ওপরে ফেলে দিচ্ছে তাতে তো হাজার হাজার জনগণ গন্ধ পাচ্ছে। তাই আমি তাদের একটা ম্যাসেজ দিতে চাই যে, আপনারা দ্রুত সবার সঙ্গে আলাপ করে একটা জায়গা দিন আমি এসটিএস করে দেব। এসটিএসের জন্য টাকা চাচ্ছি না। আমরা নিজের খরচে এসটিএস করে দেব।
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।