ভাঙ্গুড়া রাস্তায় ট্রাক পার্কিং রেখে যানযটের অপরাধে ২ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৬:৫৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / 102
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় রাস্তায় ট্রাক পার্কিং রেখে যানযট তৈরির করার অপরাধে পাকিংকে রাখা ঢাকা মেট্রো-ট ১৮০০৯২ কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল উপজেলার পৌর সদরের বেইলী ব্রীজের পূর্বপাশের প্রধান সড়কে হাজির হয়ে এই জরিমানা আদেশ দন।
পাশাপাশি তাকে মৌখিকভাবে সর্তক করা হয় । জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের ভাঙ্গুড়া টু শরৎনগর বাজারের যোগাযোগের প্রধান রাস্তা হল ভাঙ্গুড়া বেইলী সেতু।
সে কারণে এই সেতুটিতে দিন রাত যানবাহন ও জন চলাচলে সর্বদা ব্যস্ত থাকতে দেখা যায়।
তদুপরি বিভিন্ন সময়ে ব্রীজের ঊভয় পাশে অহেতুক ট্রাক, ভ্যান, মোটর সাইকেল, ভটভটি ইত্যাদি গাড়ি রাস্তার উপর পাকিং করে যান যটের সৃষ্টি করে জনদূর্ভোগ তৈরি থাকে।
এর আগে পৌর সভার পক্ষ থেকে মাইকিং করে একাধিকবার সর্ত করা হয়েছিল।
তবুও বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভাঙ্গুড়া বেইলী সেতুর পূর্ব পারে প্রধান সড়কের উপর উক্ত ট্রাকটি পাকিং করা দেখতে পাওয়া যায়।
সেখানে অনেকক্ষণ ট্রকটির চালক বা হেলপার ডাকাডাকি করেও চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি।
এদিকে বেইলী সেতুর উপর দুইদিক থেকে বিভিন্ন যানবাহন ও সাধারণ জনতা এসে তীব্র যানযটের সৃষ্টি হয়।
এমন অবস্থা পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এর নজরে আসলে তিনি জন চলাচলের প্রধান রাস্তা ট্রাক পার্কিং করার অপরাধে ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন।