শাহজাদপুরে মোবাইল গেম খেলতে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
- প্রকাশিত সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / 106
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মোবাইল গেম খেলতে না দেয়ায় ১৬ বছরের এক মেধাবি ছাত্র আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে ১১ মার্চ বৃহস্পতিবার জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের হাসাকোলা গ্রামে।
জানা গেছে, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মোন্নাফ হোসেন (১৬) নামের এই ছাত্র করোনাকালীন স্কুল বন্ধ থাকায় মোবাইল গেম খেলায় আসক্ত হয়ে পড়ে।
সে লেখাপড়া ছেড়ে দিন-রাত্রি শুধু মোবাইল পাবজি, ফ্রী ফায়ার এবং বিভিন্ন প্রকার ভিডিও গেম খেলায় ব্যস্ত থাকতো।
তার বাবা শাহিন রেজা বার বার তাকে খেলা থেকে বিরত থাকতে বললেও সে তার বাবার কথা না মেনে নিয়মিত ওই খেলা খেলতো।
এক পর্যায়ে কয়েকদিন আগে তার বাবা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়।
মোন্নাফ বার বার তার বাবার কাছে মোবাইল ফোন ফেরৎ চাইলেও বাবা তা ফেরৎ দেয়নি।
মোবাইল ফোন ফেরৎ না পেয়ে অভিমান করে ১১ মার্চ সকালের কোন এক সময় তার নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে ছাত্রটি।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে পাঠানো হবে।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মেধাবী এ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।