নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- প্রকাশিত সময় ১২:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / 131
নাটোর প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে ১৭ই মার্চ বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বনপাড়া বাইপাসে বঙ্গবন্ধুর ম্যূরালে, উপজেলা চত্বরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া ও আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রাং, বনপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক সহ অন্যান্যরা।
আওয়ামী লীগ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালিত হচ্ছে।
আরও পড়ুনঃ যথাযোগ্য শ্রদ্ধা ও ভালবাসায় ঈশ্বরদীতে জাতির পিতার জন্মদিন পালন