পাবনার চাটমোহরে আন্তঃজেলা জুয়ারু ও মাদক সেবনকারী ১২ জন সদস্য আটক
- প্রকাশিত সময় ০৮:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / 101
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা গাংবেড়া মাঠে জুয়া খেলার সময় আন্তঃজেলা জুয়ারু ও মাদক সেবনকারী দলের ১২ জন সদস্যকে আটক করেছে।
এসময় জুয়ারুদের ব্যবহৃত ৩টি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন সেট, নগদ ৩১ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর গ্রামের মোঃ তোতা আকন্দ (৩৫) ও মোঃ জুয়েল রানা (২০), তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুর গ্রামের শাহজাহান আলী (৪৮) ও চরকুশাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম (৫৫), নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিকাঠর গ্রামের জয়নাল মৃধা (৩৫), পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের এলানুর হোসেন (৩৫), ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের আনসুর খা (৩৩) ও রিলনালুয়া গ্রামের রাজিব হোসেন (২৫)।
পুলিশী অভিযানের সময় চাটমোহরের কুখ্যাত জুয়ারু সেতার হোসেন ও ভাইরুল ইসলামসহ অন্যরা পালিয়ে যায়।
এসময় পুলিশ জুয়ারুদের ব্যবহৃত ৩টি মোটর সাইকেল, ৮টি মোবাইল ফোন সেট, নগদ টাকা, খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
অপরদিকে পলাতক ওয়ারেন্ট ভুক্ত ২ জন আসামী ও মাদক সেবনরত অবস্হায় পৌর সদরের বাসস্ট্যান্ড এবং ছোট শালিখার সুজন (২৯), কাজীপাড়ার খন্দকার কিউট (৩৫) সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আটককৃত চিহ্নিত জুয়ারুরা ও মাদক সেবনকারীরা এবং আন্তঃজেলা জুয়ারু দলের সদস্য। তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে জুয়া খেলে থাকে।
তিনি জানান, এ ব্যাপারে চাটমোহর থানায় মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।