পাবনায় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন
- প্রকাশিত সময় ১০:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / 174
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুক্তযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পাবনা জেলা পরিষদ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি মহিলা কলেজ, হাজী জসীম উদ্দিন কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।
বুধবার ১৭ই মার্চ দিবসটি উপলক্ষে পাবনা জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক ও আওয়ামী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, র্যালী, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, পুরুস্কার বিতরণ, আতশবাজি, আলোচনাসভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচী পালিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন পাবনা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
পাবনা জেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কাটা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এসব কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নাদিরা ইয়াসমিন জলি এমপি, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা আবু ইসহাক শামীম, কামিল হোসেন, জেলা কৃষকলীগ নেতা শহিদুর রহমান শহীদ, তৌফিক উর আলম, জেলা মহিলা লীগ নেতা শামসুন্নাহার রেখা, জেলা যুবলীগ নেতা আলী মর্তুজা বিশ্বাস সনি, শিবলী সাদিক সহ নেতৃবৃন্দ।
পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রাধানের সভাপতিত্বে এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, কাউন্সিলর আমিনুর রহমান বাদল, হাসিমুজ্জামান হাশেম, ফরহাদ জোয়াদ্দার, রাজিবুল ইসলাম রবিন, আইয়ুব আলী সরদার, তমা ইসলাম পুষ্প, আনোয়ারা আনু, শাহানারা খাতুন, কর্মকর্তা শহিদুল ইসলাম, জিযাউল ইসলাম, নুরুল আলম বিশ্বাস লিন্টু, আসাদুজ্জামান, কর্মচারী আব্দুল লতিফ, মতিউর রহমান প্রমূখ।