সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোভিড-১৯ ভ্যাক্সিন দেওয়া হচ্ছে
- প্রকাশিত সময় ০৪:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / 168
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা (কোভিড-১৯) ভ্যাক্সিন এখন ইউনিয়ন পর্যায়ে দেওয়া হচ্ছে।
শনিবার ২০ মার্চ সলপ ইউনিয়ন পরিষদে সলপ ও পঞ্চক্রোশী ইউনিয়নের ৪০ বছরের বেশি বয়সী করোনা টিকা নিতে আগ্রহীদেরকে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন শেষে টিকা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২৫ সদস্যের একটি টিম এর নেতৃত্বে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু কেন্দ্রে উপস্থিত থেকে তাদেরকে সহযোগীতা করছেন।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) করোনা ফোকাল পার্সন ডাঃ মোঃ আল আমিন হোসেন জানান, সকাল সাড়ে ৯ টায় সলপ ইউনিয়ন পরিষদে দু’ইউনিয়নবাসীদের মাঝে টিকা দেওয়া শুরু হয়েছে।
দুপুর একটা নাগাদ ৪০ বছরের বেশি বয়সী নারী ও পুরুষ মিলে প্রায় ২শ জনকে টিকা দেওয়া হয়েছে।