সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / 80
ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে অবৈধ নেশাজাতীয় ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, উভয় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ডাংশেরঘাট গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (২৫) (গাড়ীর চালক) ও মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শাহীন মিয়া (২০) (হেলপার)।
র্যাব-১২, এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শনিবার ২০ মার্চ প্রথম প্রহরে রাত ০৪ টা ২০ মিনিটের সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কালিবাড়ী (সিআরবিসি) গ্রামস্থ জনৈক মোঃ আনোয়ার হোসেন এর মুদির দোকানের সামনে মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপণ করে যানবাহন তল্লাশির এক পর্যায় একটি ট্রাক (মেট্রো-ড-১৪-৮১৯৫) থেকে ১৪১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া ও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৩(গ) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার