নাটোরের বড়াইগ্রামে মাস্ক পড়ার অভ্যাস তৈরী করতে পুলিশের প্রচারাভিযান
- প্রকাশিত সময় ০১:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / 109
নাটোর প্রতিনিধিঃ “মাক্স পড়ার অভ্যেস-করোনা মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে সচেতনতামুলক প্রচারাভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন।
রবিবার ২১ মার্চ সকালে বড়াইগ্রাম থানার উদ্যোগে পৌর চত্বরে সচেতনতামূলক সভা ও পরে জনসাধারনের মধ্যে বিনামূল্যে মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র আলহাজ।
আরও উপস্থিত ছিলেন, মাজেদুল বারী নয়ন, থানার ওসি আনোয়ারুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুর রহিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে বনপাড়া বাইপাস মোড়ে বিভিন্ন যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করে হাইওয়ে থানা পুলিশ।
এসময় বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, সার্জেন্ট ইসরাফিল আলম, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা বেপারী সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ।