সাঁথিয়ায় দ্বিতীয় ধাপে একজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
- প্রকাশিত সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 159
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় দ্বিতীয় ধাপে একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডাঃ মামুন আব্দুল্লাহ জানান, করোনা ভাইরাস সন্দেহে গত ২৩ মার্চ উপজেলা থেকে ৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল।
যে ৩ জনের নমুনা পাঠানো হয়েছিল তারা হলেন, উপজেলার কোনাবাড়িয়া গ্রামের সামিউল হাসান (২২), ভিটাপাড়া গ্রামের ফিরোজ আহম্মেদ (২৩) ও নন্দনপুর গ্রামের তানভিন আলম শাহীন (২১)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত জানান, সোমবার ২৮ মার্চ বিকেলে নমুনা রিপোর্টে উপজেলার কোনাবাড়িয়া গ্রামের সামিউল হাসান(২২) নামের ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে এবং বাকীদের নেগেটিভ এসেছে ।
বুধবার ৩১ মার্চ সামিউল হাসান(২২) এর বাড়ির সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হয়।