পাবনার চাটমোহরে কিমিয়ার উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান
- প্রকাশিত সময় ০৬:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 158
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনাস্থ চিকিৎসা সেবা কেন্দ্র ‘কিমিয়া’র আয়োজনে ৩১ মার্চ বুধবার পাবনার চাটমোহরে কিমিয়া উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপাধ্যক্ষ আঃ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,পাবনা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.ইতি হোসেন স্বপ্না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,কিমিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামান শামীম। আয়োজিত অনুষ্ঠানে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলার ৩৩জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাটমোহরের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।