ঈশ্বরদীতে কালবৈশাখি ঝড়ে বিদ্বস্ত ৩ পরিবারেরর মানবেতর জীবনযাপন
- প্রকাশিত সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / 100
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে বাড়িঘর বিদ্ধস্থ হয়ে ৩টি পরিবারেরর মানবেতর জীবনযাপন করছে। গত ৪ এপ্রিল বিকেলে ঈশ্বরদীর উপর দিয়ে এই কালবৈশাখি ঝড় প্রবাহিত হয়।
ঝড়ে ঈশ্বরদী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিলপাড়া এলাকায় নিম্নআয়ের ৩টি পরিবারের কাঁচা বাড়িঘরের টিন উড়ে যায়। এই পরিবারগুলো এখন খোলা আকাশের নীচে দিনযাপন করছেন।
ভূমিহীন এই পরিবারগুলো রেলের জমিতে ঘর তুলে বসবাস করছিল। ঝড়ে এদের মাথা গোঁজার ঠাঁইটুক নিশ্চিহ্ণ হয়েছে। বুধবার সরেজমিনে গিয়ে এই পরিবারগুলোর সীমাহীন দূর্ভোগের চিত্র চোখে পড়ে।
পরিবারগুলোর মধ্যে রয়েছে বিধবা নারী সীমা খাতুন, দিনমজুর উজ্জ্বল এবং স্বামী পরিত্যক্তা মিনা বেগম। এই পরিবারগুলো তাদের সন্তান-সন্ততি নিয়ে অসহায় হয়ে পড়েছে।
মিনা জানান, ঝড়ে বিদ্ধস্থ হওয়ার পর কেউ কোন খোঁজখবর করেনি এবং এখন পর্যন্ত কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সরকারিভাবে সাহায্যের জন্য এই পরিবারগুলো সংশ্লিষ্ঠদের নিকট আবেদন জানিযেছেন।
আরও পরুনঃলোহিত সাগরে ইরানের রেভলিউশনারি গার্ডের একটি জাহাজে হামলা