সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যা, ধর্ষন ও চুরির মামলায় মোট ৮ জন গ্রেফতার
- প্রকাশিত সময় ০১:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / 112
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার ৯ এপ্রিল একদিনে হত্যা, ধর্ষন ও চুরির মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করেছ উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে স্ত্রী হত্যা মামলায় স্বামী, ধর্ষন মামলায় এক যুবক ও ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা আসামী, মাদক ব্যবসায়ী ও চুরির মামলার আসামী রয়েছে।
উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানাযায়, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া হরিষপুর গ্রামের জালাল ভুঁইয়ার ছেলে স্ত্রী হত্যা মামলায় পলাতক থাকা স্বামী আজিজল ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ জানুয়ারী স্ত্রী তানিয়া খাতুনের (২২) এর মৃতদেহ বাড়ী থেকে উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে স্বামী আজিজল।
এবং সেদিন থেকেই আজিজল ভুঁইয়া পলাতক ছিল।
উল্লাপাড়া উপজেলার রতন কাওয়াক গ্রামের হযরত আলীর ছেলে ধর্ষণ মামলার আসামী রিয়াজুল ইসলামকে (১৭) গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ১৫ বছর বয়সী এক যুবতীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ এনে থানায় মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের মাজেদ সরকারের ছেলে আশিক হাসান(১১) প্রায় ছয় বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ এনায়েতপুর গুচ্ছুগ্রামের ফারুক মিয়ার স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা ওরফে স্লীপা গ্রেফতার করেছে।
এছাড়া পুলিশ অপহরণ, চুরিসহ বিভিন্ন অভিযোগে আকাশ মিয়া, আনিস, আব্দুল মান্নান, আনিছুর রহমানকে গ্রেফতার করেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) জানান, এদের সবাইকে ৯ এপ্রিল শুক্রবারই
বিজ্ঞ আদালতে চালান দেওয়া হবে।