নাটোরের সিংড়ায় ক্রেতার হাতে তরমুজ বিক্রেতা খুন
- প্রকাশিত সময় ০৯:৩৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / 94
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় তরমুজ বিক্রয় নিয়ে তর্কবিতর্কের সময় ক্রেতার ছুরিকাঘাতে জিল্লুর প্রামানিক (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ৯ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত তরমুজ বিক্রেতা জিল্লুর প্রামানিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামানিকের ছেলে। অভিযুক্ত ক্রেতা বাচ্চু ঘটক ইন্দ্রাসন গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে।
এ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ক্রেতা বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিল জিল্লুর। এসময় তরমুজ কিনতে দোকানে যায় ক্রেতা বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানী জিল্লুরের সাথে বাচ্চু ঘটকের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে বাচ্চু ঘটক জিল্লুরের দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিল্লুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে জিল্লুরের মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।