পাবনার সাঁথিয়ায় মুক্তিযোদ্ধার নামে সড়কের নামফলক স্থাপনের পর তা রাতের আধারে উধাও
- প্রকাশিত সময় ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / 142
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম নিজাম উদ্দিনের নামে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নামফলক স্থাপনার পর রাতেই তা উধাও করেছে দৃবৃত্তরা।
জানা গেছে, সাঁথিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নামে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নামকরণ সম্বলিত নামফলকটি শুক্রবার ৯ এপ্রিল বিকেলে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সাঁথিয়ার মাধপুর নামক স্থানে স্থাপন করেন।ঐদিবাগত রাতেই কে বা কারা নামফলকটি উধাও করে দিয়েছে।
সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, বিভিন্ন সড়ক ও স্থাপনা মুক্তিযোদ্ধাদের নামে নামকরনের সরকারী নির্দেশনা রয়েছে। সরকারী নির্দেশনা মোতবেক উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সাঁথিয়ার মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নামে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের নামকরণ করা হয়েছে। দুর্বৃত্ত কর্তৃক নাম ফলক উধাও করা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত।
সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ লতিফ, রেজাউল করিম,আফতাব উদ্দিন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অনুরুপভাবে মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের পরিবারের পক্ষে মনসুর আলম এ ঘৃর্ণিত কাজ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমূলনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম জানান, তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।