পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে
- প্রকাশিত সময় ০৭:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / 176
বুধবার ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে মুসলমানদের বহু প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
মঙ্গলবার ১৩ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ কথা জানান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বলেন, ‘বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা শুরু।’
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।
রমজান উপলক্ষে আজ রাত থেকেই শুরু হচ্ছে তারাবির নামাজ। রাতের প্রথমভাগে তারাবি নামাজ আর শেষ ভাগে সেহরি শুরু হবে।
জানা গেছে, সোমবার ১২ এপ্রিল সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেকারনে আজ মঙ্গলবার ১৩ এপ্রিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, ইন্দোনেশিয়া, লেবানন, মরক্কো, সিরিয়ার মতো মুসলিম দেশগুলিতে রোজা পালন করেছে।
এবছর পবিত্র রমজানে করোনা মহামারীর প্রকপের কারনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করোনা মহামারীর বিস্তার রোধে সোমবার ১২ এপ্রিল একটি নির্দেশনা জারী করেছে। সেখানে বলা হয়েছে, প্রতি ওয়াক্ত ও তারাবীর নামাজে স্বাস্থ্যবিধি মেনে ঈমাম, মুয়াজ্জিন, হাফেজ, খাদিম ও মুসল্লিসহ সর্বোচ্চ ২০ জন অংশগ্রহণ করতে পারবে।
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য সন্মানিত মুসল্লিদের মহান আল্লাহ্’র দরবারে তেলওয়াত ও যিকিরের মাধ্যমে দু’আ করার জন্য অনুরোধ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।