বেনাপোল সীমান্তে ৮৮ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৭:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / 99
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে ৮৮ কেজি গঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
শুক্রবার ১৬ এপ্রিল দুপুর ৩ টায় বেনাপোল সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে মাদক দ্রবের চালানসহ ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্টথানাধীন ঘিবা গ্রামের ছাত্তার আলীর ছেলে ছহির উদ্দীন।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান দেশে মধ্যে প্রবেশ করছে। এসময় বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে মাদক পাচারকারীরা মাদক নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ছহির উদ্দীন।
জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজার সিজার মূল্য ৩ লাখ ৮ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।