সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া খেলার অপরাধে ইউপি মেম্বরসহ আটক-১২
- প্রকাশিত সময় ০৪:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / 107
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ জুয়া খেলার অপরাধে সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে অবশেষে ধরা পরলো শাহজাদপুরে এক ইউপি মেম্বর ও তাঁর ফুপাতো ভাই। ডিবি পুলিশ বেশ কিছুিদন ধরে এদের খুঁজছিলো।
শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে , গত বৃৃহস্পতিবার রাতে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম বাবু মেম্বর (৪৫) ও তাঁর ফুপাতো ভাই সেলিম (৪৪) ডায়া পূর্ব পাড়াতে জুয়াখেলার সময় সিরাজগঞ্জের ডিবি পুলিশের হাতে ধরা পরে।
শাহজাদপুর থানা হেফাজত থেকে পরের দিন শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বাবু দীর্ঘদিন ধরে ডায়া বাজার ও আশেপাশে জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে বিপথগামী করে আসছিল।
সে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কিছু বলে সাহস পেত না। বাবু পুলিশের হাতে ধরা পরায় এলাকার মধ্যে স্বস্তি নেমে এসেছে।
এছাড়া শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ শাহমুদ খান একই দিন রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়া খেলার অপরাধে সাত জনকে আটক করে।
আটককৃতরা হলো- দেলোয়ার হোসেন (২৫), হেলাল শেখ (৩১), মনিরুল ইসলাম (২১) , জাননু হোসেন (৩৪) ,শামসুল হক (৪৫), মানিক মোল্লা (৫২) ,ও আমিরুল ইসলাম (৩৪)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ৯ জুয়ারু ও ৩ টি ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০ জুয়ারি ও মাদক বিক্রেতাসহ ২৪ জন আটক