বিজ্ঞপ্তি :
কে কতবার ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৮:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / 164
আতহার আলী খানকে দিয়ে শুরু। সে-ও ১৯৯০ সালের ঘটনা। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড়ের ম্যাচসেরা হওয়ার ছবিটি নিয়মিত হতে সময় লেগেছে ঢের।
বাংলাদেশ যে জিততই কালেভদ্রে। আর পরাজিত দলে থেকেও ম্যাচসেরা হওয়া বিরলই, আতহার নিজেও অবশ্য তা-ই হয়েছিলেন।
তাঁর পর ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের আরও ৩৪ জন খেলোয়াড় ম্যাচসেরা হয়েছেন। অনেকে হয়েছেন একাধিকবার। সাকিব আল হাসান নিজে যেমন ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন ১৮ বার। সিরিজ সেরা হয়েছেন ৫ বার। কাল ওয়ানডেতে চতুর্থবারের মতো সিরিজ সেরা হলেন তামিম। ম্যাচসেরা হলেন ১৪তম বারের মতো।
আসুন দেখে নিই, বাংলাদেশের পক্ষে কে কতবার ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন। এখানে অবশ্য তালিকায় সেসব খেলোয়াড়দের রাখা হয়েছে, যাঁরা অন্তত একবার সিরিজ সেরা হয়েছেন।
খেলোয়াড় | ম্যাচ | ম্যাচসেরা | সিরিজ সেরা |
সাকিব আল হাসান | ১৮৮ | ১৮ | ৫ |
তামিম ইকবাল | ১৮২ | ১৪ | ৪ |
মাশরাফি মুর্তজা | ১৮৮ | ১১ | ২ |
মো. আশরাফুল | ১৭৫ | ৭ | ০ |
শাহরিয়ার নাফীস | ৭৫ | ৭ | ৩ |
আবদুর রাজ্জাক | ১৫৩ | ৫ | ২ |
মুশফিকুর রহিম | ১৮৭ | ৫ | ৪ |
আফতাব আহমেদ | ৮৫ | ৪ | ১ |
মোস্তাফিজুর রহমান | ৩০ | ৩ | ১ |
সৌম্য সরকার | ৩২ | ৩ | ১ |
এই রকম আরও টপিক
আফতাব আহমেদ আবদুর রাজ্জাক তামিম ইকবাল মাশরাফি মুর্তজা মুশফিকুর রহিম মোঃ আশরাফুল মোস্তাফিজুর রহমান শাহরিয়ার নাফীস সাকিব আল হাসান সিরিজ সেরা সৌম্য সরকার