প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবেন প্রায় ৩৬ লক্ষ পরিবার: ওবায়দুল কাদের
- প্রকাশিত সময় ১২:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / 157
ঢাকা – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবার আর্থিক সহায়তা পাবে।
এখানে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়গুলি নিয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এবং লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দুর্দশাগ্রস্ত ও দুর্বল মানুষদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, এর ধারাবাহিকতায় লকডাউনের কারণে সমস্যায় পড়া ১.২৫টি পরিবার খাদ্য সহায়তা পাবে।
আ’লীগের রাজনৈতিক সংস্কৃতিটি দুর্বল লোকদের পাশে দাঁড়ানোই উল্লেখ করে তিনি মহামারী চলাকালীন সকল শ্রেণি-পেশার মানুষকে রাজনৈতিক অনুষঙ্গ নির্বিশেষে দরিদ্র এবং সেই সকল বেকারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, “পবিত্র রমজানমাসে, ত্যাগ, উদারতা এবং ভাগাভাগির মাসে দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষদের মানবিক সহায়তা দিন।”