নোয়াখালীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে অবমাননা করায় ০১ যুবক আটক
- প্রকাশিত সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / 96
স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে অবমাননাকর বক্তব্য দেওয়ায় এক যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী, নোয়াখালী জেলার চাটখিল থানার পশ্চিম রামনারায়নপুর গ্রামের (বিষু পাটোয়ারী বাড়ী), ০৫নং ওয়ার্ড, ০২নং রামনারায়নপুর ইউপি সফিক উল্যাহ পটোয়ারী/লাতু পাটোয়ারীর ছেলে আব্দুল করিম পাটোয়ারী মিন্টু (৪০)।
আসামী তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি’তে অত্যান্ত কুরুচিপূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অবমাননাকর বক্তব্য দিয়ে মানহানিকর মিথ্যা প্রোপাগান্ডা লিপ্ত হওয়ার অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২১(২), ২৫(২)২৯(১)৩১(২) ধারায় মামলা দায়ের করে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ নোয়াখালীর চাটখিলে পুলিশের অভিযানে ৫ মাদক মামলার আসামী গ্রেফতার