বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা
- প্রকাশিত সময় ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / 109
বেনাপোল প্রতিনিধিঃ ভারতের পেট্রাপোলে আটকে পড়া তিন শতাধিক যাত্রীর মধ্য ৭০ বাংলাদশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) তারা দেশে ফেরেন। ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপাল একটি আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা তাদের নিজ খরচে সেখানে অবস্থান করবেন।
কোলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিস থেকে এনওসি নিয়ে দেশে ফেরেন তারা।
এদিকে বাংলাদেশে অবস্থানরত ৫৮ জন ভারতীয় নাগরিক ফেরত নিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আজ ২৮ জন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রী ভারতে ফিরেছে।
বাংলাদেশ সরকার ১৪ দিনর জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের ঘাষণা দেয়ার আগে অনেক পাসপোর্ট যাত্রী দেশে ফেরার জন্য রওনা হয়েছিলেন। ভারত সীমান্তে অপেক্ষায় থাকা বাংলাদেশিরা জানান, অন্তত একদিন আগে বর্ডার বন্ধের ঘোষণা দওয়া উচিত ছিল। তাহলে বর্ডার এসে আমাদের এই বিপদে পড়তে হতো না। ওপারে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদর মধ্যে বেশির ভাগ রোগী এবং শিক্ষার্থী। গত দুই দিন ধরে আটকে থাকায় অনেক রোগী অসুস্থ্ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ১৪ দিন ইমিগ্রেশন বন্ধের নির্দেশশনাপত্র পেয়েছি।
সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছে।
হাইকমিশনার কর্তৃক বিশেষ অনুমতিপত্র নিয়ে আসা যাত্রীদের ছাড় দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বেনাপোল সীমান্তে ৮৮ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার