পাবনা মোটর মালিক গ্রুপের নির্বাচনে ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল
- প্রকাশিত সময় ০৯:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
- / 108
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন জমে উঠেছে। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ টি পদের বিপরীতে ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে সভাপতি পদে রাসেল ট্রান্সপোর্টের মালিক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব একক মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩১ আগষ্ট এই নির্বাচন হওয়ার কথা।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপ নির্বাচন ২০১৮ এর নির্বাচন কমিশন সুত্র জানায়, গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে ২৩ টি পদের বিপরীতে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক পদে এম এ কাফী সরকার ও আব্দুল আহসান খান, সহসভাপতি পদে মোশারোফ হোসেন খোকন, আব্দুল হান্নান মালিথা, আলী আজগর কাদেরী শুভ্র,
আবুল বাশার বাদশা, আবুল হোসাইন খান, দীপঙ্কর ঘোষ,ইনসাফ আহমেদ ও মাহমুদ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক (প্রথম) পদে মো মাসুদ সরকার ও মো: মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক (দ্বিতীয়) পদে মো: ফিরোজ চৌধুরী ও আব্দুল মালেক,
কোষাধ্যক্ষ পদে আব্দুল মোত্তালিব (আসিক) ও সৈয়দ আশফাক হোসেন, দফতর সম্পাদক পদে শেখ খাইরুল ইসলাম ও মো. মহিউদ্দিন। এ ছাড়া
কার্যকরি সদস্য পদে আল আমিন হোসেন, গোপাল কৃষ্ণ কর্মকার, আব্দুল লতিফ, আব্দুল বাকী সরকার, রোফাজুল হোসেন, সমীর আহমেদ, রাশেদুজ্জামান, প্রদীপ কুমার ভদ্র, জাহাঙ্গীর হোসেন, আব্দুল লতিফ, মহসিন উদ্দিন, সোলায়মান হক, এস এম নুরুল হাসান ফারুক,
এনায়েত কবীর, মো. শহিদুল ইসলাম, মোবারক হোসেন বিপুল, মীর মোশারোফ হোসেন, সোহেল রানা, শরীফ উদ্দিন সরোয়ার, শাহ জাফর খান, সামসুল আলম, কানাই লাল সরকার কানু , মিঃ প্রভাষ ঘোষ ও খন্দকার এনামুল কবীর তারেক।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপ নির্বাচন ২০১৮ এর নির্বাচন কমিশনার ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মোঃ সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা জেলা মোটর মালিক গ্রুপ নির্বাচন
২০১৮ এর আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন, আপীল বোর্ডের সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম পটল ও আপীল বোর্ডের অপর সদস্য পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র সহসভাপতি মোঃ আলী মর্তুজা বিশ্বাস সনি,
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক, ক্যাব সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।