পাবনার সাঁথিয়ায় ইছামতি নদী থেকে ৩ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
- প্রকাশিত সময় ০৩:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / 102
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় নদীতে গোসল করতে গিয়ে শওকত হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিখোজের তিন দিন পর লাশ ভেসে উঠল নদীতে।
শুক্রবার (৩০শে এপ্রিল) সকালে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের ইছামতি নদীতে।
সে গনেশপুর গ্রামের রজব আলীর ছেলে ও স্থানীয় কৃষ্ণপুর স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।
শওকতের চাচা আবু হানিফ জানান, গত বুধবার দুপুরে শওকত ইছামতি নদীর ব্রিজের পাশে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ী না ফেরায় পরিবারের সবাই তাকে খোঁজাখুজি করতে থাকি।
জানা যায় শওকত তার সহপাঠীদের সাথে ব্রিজের উপর থেকে লাফিয়ে পানিতে পড়া ও ডুব খেলা খেলছিলো।
স্থানীয় ভাবে খোঁজা খুঁজি করে না পেয়ে রাজশাহী থেকে ডুবুরী দল আসে। ডুবুরী দল বৃহস্পতিবার খুজে লাশ উদ্ধার করতে না পেরে চলে যায়।
শুক্রবার সকাল ৭টার দিকে ব্রিজের নিকটে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে তারা।
এ ব্যাপারে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান লাশ উদ্ধার করা হয়েছে।
আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবারে চলছে শোকের মাতাম।
স্কুল ছাত্রের লাশ এক নজর দেখতে শত শত মানুষ ইছামতি নদী পারে ভীড় করছে।