পাবনার ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৮:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / 78
ডেস্ক নিউজঃ পাবনার ঈশ্বরদীতে ২০০ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, পাবনা জেলার সদর থানার ভবানীপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ জামাল মন্ডলের ছেলে মোঃ সুরুজ আহম্মেদ (২৩)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সোমবার ০৩ মে দুপুর ০২ টা ১৫ মিনিটের সময় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চরকুডুলিয়া এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ২০০ (দুইশত) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
আরও পড়ুনঃ পাবনায় সাঁথিয়ায় ৫ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক