সিরাজগঞ্জের সদরে ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৪:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / 149
ডেস্ক নিউজঃ সিরাজগঞ্জের সদরে র্যাবের অভিযানে ৬০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উভয় নরসিংদী জেলার মাধবদী থানার দড়িপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ লোকমান হোসেন (৩৩) ও কোতালীর চর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোঃ শাহজাহান আলী (৩৯)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (০৪ মে ২০২১) বিকেল ৩:৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন সদানন্দপুর গ্রামস্থ (রেল লাইনের ২০০ গজ দক্ষিনে) মাসুদ ষ্টোরের সামনে সিরাজগঞ্জ হইতে কড্ডাগামী পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারপূর্বক তাহার নিকট হতে ৬০০(ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ, ০৩টি মোবাইল ফোন এবং নগদ-৫০০/-(পাঁচশত) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার