মর্জিনা-লতিফ ট্রাস্ট এর উদ্যোগে জাকাতের বস্ত্র বিতরন কর্মসুচির উদ্বোধন
- প্রকাশিত সময় ০৭:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / 156
শিক্ষা ও ধর্মীয়সহ আর্ত মানবতার সেবায়
সহায়তা অব্যাহত রাখার প্রত্যয়
পাবনা প্রতিনিধিঃ মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষা ক্ষেত্রসহ আর্ত মানবতার সেবায় মর্জিনা-লতিফ ট্রাষ্ট এর সহায়তা অব্যাহত রাখা হবে।
এছাড়া শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আরো ইতিবাচক সম্ভাব্য উদ্যোগ নেয়া হবে। বৃহস্পতিবার ০৬ মে দেশের অন্যতম বৃহৎ সেবামূলক প্রতিষ্ঠান পাবনার মর্জিনা-লতিফ ট্রাস্ট এর উদ্যোগে গরীব দুস্থ মানুষের মধ্যে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের নব নির্বাচিত চেয়ারম্যান আক্তার বিশ্বাস এ কথা বলেন।
বেলা সাড়ে ১১ টায় মনসুরাবাদ আবাসিক এলাকাস্থ প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মহাসচিব, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসেস মর্জিনা বিশ্বাসের মৃত্যুতে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন তার সুযোগ্য ছেলে আক্তার প্রোপার্টিজ এর ব্যবস্থানা পরিচালক ও লতিফ গ্রুপের পরিচালক আক্তার বিশ্বাস।
সভার শুরুতেই তিনি সবার সঙ্গে পরিচিত হন এবং তার পিতা মাতার স্বপ্নে প্রতিষ্ঠিত ট্রাষ্টের সব ভাল কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ বছর মর্জিনা-লতিফ ট্রাস্টের উদ্যোগে জনপ্রতিনিধিদের মাধ্যমে ৫ দিন ধরে প্রায় ১২ হাজার শাড়ি লুঙ্গি গরীব অসহায় দুস্থ মানুষের মধ্যে বিতরন করা হবে।
বৃহস্পতিবার বিতরন কর্মসুচির উদ্বোধনীতে পাবনা পৌরসভা, মালিগাছা এবং দোগাছি ইউনিয়নের দুস্থদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়্রাম্যান ও ট্রাষ্টের যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোশারোফ হোসেন, পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও ট্রাষ্টের সদস্য মাহবুবুল উল আলম মুকুল, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুর আলম তৌফিক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টের আজীবন সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম খান,
আরও বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, আজীবন সদস্য মাহি বিশ্বাস, দিলারা খানম, ট্রাষ্টের যুগ্ম মহাসচিব ও লতিফ গ্রুপের পরিচালক মাহবুব হোসেন খান বাবলু, জেলা কৃষকলীগের সহসভাপতি ও ট্রাস্টের সদস্য হাবিবুর রহমান হাবিব, মালিগাছা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফ, দোাগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান,
এবং লতিফ গ্রুপের জিএম অচিন্ত্য কুমার ঘোষ,লতিফ গ্রুপের এজিএম জাহিদ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মর্জিনা-লতিফ ট্রাস্টের সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার।