বগুড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / 183
ডেস্ক নিউজঃ বগুড়া জেলার শেরপুরে র্যাবের অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ১ জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার কাজীপুর (টিকরাভিটা) গ্রামের মোঃ শাহাদাত হোসেনের স্ত্রী মোছাঃ সুমি খাতুন (২৮)। (বর্তমান ঠিকানা মোঃ মতিউর রহমান বাবু (৬২), পিতা-মৃত মোজাম্মেল হক, গ্রাম-দশমাইল, উত্তরপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়া এর বাসায় ভাড়া থাকতেন)।
র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ৬ মে দুপুর ১টা ৪৫ মিনিটের সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানার শেরপুর বাসষ্ট্যান্ডের পার্শ্বে মোবাইল মার্কেট গলিতে ‘‘মতিউর রহমান কমপ্লেক্স’’ এর সামনে হতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারপূর্বক তার নিকট হতে ১৪৬ (একশত ছেচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।