নাটোরের বাগাতিপাড়ায় বৃদ্ধ দম্পতি’র রক্তাক্ত লাশ উদ্ধার
- প্রকাশিত সময় ০৩:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / 149
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরে বৃদ্ধ দম্পতি’র রক্তাক্ত লাশ উদ্ধার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
নিহত দম্পতি হল, নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর পুরাতন পশ্চিমপাড়ার আমির আলী (৭০) ও তার স্ত্রী আলেকা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দম্পতি গৃহপালিত গরু পাহাড়া দেয়ার জন্য ঘরের ভিতরে না শুয়ে অন্যান্য দিনের মতোই নিজ ঘরের বারান্দায় চৌকিতে মশারি টাঙ্গিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় কে বা কাহারা এই বয়স্ক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার ৮ মে সকালে প্রতিবেশীরা বাড়িতে উভয়ের রক্তাত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় নিহত উভয়ের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ক্ষত দেখা যায়।
নিহতের একমাত্র ছেলে চাকুরী সুবাদে স্ত্রীসহ দীর্ঘদিন থেকে ঢাকার গাজীপুর এলাকায় থাকেন।
এঘটনায় শনিবার ৮ মে সকালে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে গরু চুরি করার সময় দেখে ফেলায় তাদের হত্যা করা হয়েছে এমন ধারনা করলেও কোন গরু চুরি না হওয়ায় হত্যার রহস্য আরো জটিল হয়ে পড়েছে।
এলাকাবাসীরা বলেন, নিহতের একমাত্র নাতি মেহেদী হাসান লেমন (১৭) কে শনিবার সকালে একবার এই বাড়িতে দেখা গেছে। এবং মেহেদী হাসান লেমন মাদকাসক্ত।
তাই এ ঘটনার সাথে তার কোন সর্ম্পক আছে কি না তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকে মেহেদী হাসান লেমনও পলাতক রয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি, লাশের ময়না তদন্ত ও মামলা দায়েরের পাশাপাশি হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা করছি।