পাবনার চাটমোহরে ইয়াবা ট্যাবলেট সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- প্রকাশিত সময় ০৩:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / 92
চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও বহন কৃত একটি ডিসকভার মোটরসাইকেল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
বুধবার (১২ মে) বিকেলে চাটমোহর উপজেলার হান্ডিয়াল বল্লবপুর নতুনপাড়া নামক স্হান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী হল, চাটমোহর উপজেলার বেজপাড়া গ্রামের মো.শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭) অপরজন জাবরকোল গ্রামের মো.সিরাজুল ইসলামের ছেলে শাহরিয়ার কবির শাওন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন (বিপিএম) এর নির্দেশনায় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই শাহিন আলম, এ এসআই আমিনুল ইসলাম, এ এসআই শামিম আহমেদ, এ এসআই আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি বাটন ফোন, ইয়াবা ট্যাবলেট বহনকৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।