পাবনার ঈশ্বরদীতে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / 141
ডেস্ক নিউজঃ পাবনার ঈশ্বরদীতে ১০ লিটার অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, পাবনা জেলার ঈশ্বরদী থানার দরিনারিচা মেথর পাড়া গ্রামের মৃত রতন দাশের ছেলে শ্রী পলাশ দাশ (৩৭)।
র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মোঃ আমিনুল কবীর তরফদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মঙ্গলবার ১৮ মে বিকাল ৫ টা ৪০ মিনিটের সময় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দড়িনারিচা সাকিনস্থ এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ১০ লিটার অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।