সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পাবনা প্রেস ক্লাবের মানববন্ধন
- প্রকাশিত সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / 95
পাবনা প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে এবং তার নি:শর্ত মুক্তির দাবীতে তিন দিনের কর্মসুচি ঘোষণা করেছে পাবনা প্রেসক্লাব।
মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে এই কর্মসুচি ঘোষণা করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
১৯ মে বুধবার সকালে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে এবং তার নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে পাবনা প্রেস ক্লাব। মানববন্ধনে পাবনায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি আব্দুল মতিন খান, সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদস্য আব্দুল হামিদ খান, জহুরুল ইসলাম সহ প্রমুখ।
এ সময় পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন “গত দেড় বছর যাবৎ করোনা মহামারী চলাকালীন বাংলাদেশের স্বাস্থ্য খাতের সীমাহীন দূর্নীতির চিত্র আপনারা গণমাধ্যমে দেখতে পেয়েছেন, সেই মোতাবেক একটি অনুসন্ধানী প্রতিবেদন করতে রোজিনা ইসলাম গিয়েছিলেন সেখানে।
স্বাস্থ্যসচিব কিভাবে তার টুটি চেপে মানসিক ও শারিরীক নির্যাতন করেছে আমরা সকলে চাক্ষুষ প্রমাণ পেয়েছি।
আমরা এই ন্যাকারজনক ঘটনার বিচার দাবি করি এবং অবিলম্বে তাকে মুক্তির দাবি জানাচ্ছি তাকে মুক্তি দেওয়া না হলে আগামীতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে যে আন্দোলনে সর্ব-সাধারণ অংশ নেবে।
তৃতীয় দিনের প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে পাবনা প্রেস ক্লাবের সামনে আগামীকাল সকাল এগারোটায়।
আরও পড়ুনঃ সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঈশ্বরদী প্রেসক্লাবের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল