ঈশ্বরদীতে গায়ক নোবেল এর আগমন
- প্রকাশিত সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 278
স্টাফ রিপোর্টারঃ “সা রে গা মা পা” খ্যাত গায়ক মাইনুল আহাসান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহামুদ বর্তমানে ঈশরদিতে অবস্থান করছেন। তাদের পাকশির সৌন্দর্য উপভোগ করতে ও পাবনা মেন্টাল হসপিটাল এ দেখা গিয়েছে। সুত্রমতে ১৯ মে তারা ঈশ্বারদিতে এসেছেন।
মাইনুল আহাসান নোবেল এর যাত্রা শুরু হয় ওপার বাংলার সিঙ্গিং শো “সা রে গা মা পা” থেকে। সে বাংলাদেশ এর গোপালগঞ্জ এ জন্ম গ্রহন করে। সেখানেই ১০ম শ্রেণী অব্দি পড়া শোনা করে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে ।
সে “সা রে গা মা পা” এ আসার আগে বাংলাদেশ এর একটি রিয়ালিটি শো “বাংলালিংক নেক্সট টুবার” এ অংশগ্রহণ করলেও তেমন কোন ফলাফল পেয়েছিলেন না তিনি এবং অবশেষে ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ” সা রে গা মা পা “ তাকে তুলে দেয় সাফল্যের উচ্চ শিখরে ।
দুই বাংলার মন জয় করার পর ও তাকে প্রথম স্থান দেওয়া হয়নি এই বিষয় নিয়ে বিতর্ক দেখা যায় কিন্তু সেইখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়াতেও তাকে অনেক রকম বিতর্কের মুখোমুখি হতে হয়।
হয়তো এই সকল বিবাদ বিদ্বেষ থেকে একটু বিরতির জন্যই তিনি এছেসেন আমাদের এই শহরে। ঈশ্বারদির একটি নামী রেস্টুরেন্ট এ তার গান পরিবেশন করার কথা।