সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- প্রকাশিত সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / 205
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।
শুক্রবার ২১ মে সন্ধ্যায় ঘটনা ঘটে। স্থানীয়দের ধারনা বিকালে ঝড় আসার পর ওই গ্রামের মোক্তার হোসেনের একমাত্র মেয়ে মুক্তি খাতুন (৮) ও একই জেলার কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নকুল ইসলামের একমাত্র ছেলে আশিক ইসলাম (৭) পুকুর পাড়ে আম কুড়াতে গেলে থেকে পানিতে ডুবে মারা যায়।
মৃত শিশু মুক্তি খাতুনের মা রেশমা খাতুন জানান, শুক্রবার ২১ মে বিকাল ৩ টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নকুল ইসলামের ছেলে আশিক ইসলাম ও আমার ছোট বোন আঙ্গুরী খাতুন আমাদের বাড়িতে বেড়াতে আসে।
আরও জানান, তার খালাতো বোন মুক্তি খাতুনের সাথে ঝরের পরে আম কুড়াতে বের হয়। সন্ধ্যার আগে যখন তারা ফিরে আসে নাই তখন খোঁজ করতে বের হলে তাদের পাওয়া না গেলে মসজিদের মাইকে ঘোষণা দেন ২ টা শিশুকে পাওয়া যাচ্ছে না।
এবং আশে পাশের লোকজন যখন বলে ওরা পুকুর পাড়ে আম কুড়াতে ছিল। তখন সন্দেহ হয় হয়তোবা পুকুরের পানিতে পরছে। তারপর কয়েকজন পুকুরের পানিতে নেমে খোঁজ করতে লাগলে ২ জনকেই এক সাথে মৃত্যু অবস্থায় পাওয়া যায় । শিশু ২ টির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।
তাছাড়া তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান শিশু ২ টির মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, মুক্তি খাতুনকে তারটিয়া কবরস্থানে সকাল ৮টায় ও আশিক ইসলামকে কাজিপুর উপজেলার সোনামুখী কবরস্থানে দাফন করা হয়েছে।