গেম খেলার জন্য এমবি না পেয়ে মায়ের সাথে অভিমান করে এক কিশোরের আত্মহত্যা
- প্রকাশিত সময় ০৫:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / 293
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুর মতলব দক্ষিণে উত্তর উপাদী গ্রামে ফ্রি-ফায়ার গেম খেলার জন্য এমবি তোলার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে মামুন (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
শুক্রবার ২১ মে তার মায়ের কাছে থেকে এমবি তুলবে বলে ৫০ টাকা দাবি করেন কিশোর মামুন। এসময় তার মা টাকা না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করে কিশোর মামুন।
কিশোর মামুন চাঁদপুর মতলব দক্ষিণে উত্তর উপাদী গ্রামের কুদ্দুস আলির ছেলে। মানুনের আত্মহত্যায় তার পরিবারের উপরে শোকের ছায়া নেমেছে এসেছে।
মামুনকে অচেতন অবস্থায় পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ ফ্রি ফায়ার গেমটা নিয়ে অনেকেই আসক্ত হয়ে পরেছে। ছোট বাচ্চা থেকে কিশোর এবং কি অনেক মেয়েও খেলে ফ্রি-ফায়ার গেমটি।
তাছাড়া, গেম খেলতে গেলে অনেক সময় অনেক ধরনের আপডেট আসে সেখানে ফ্রি-ফায়ার গেমে নগদ টাকা দিয়ে ডাইমন্ড কিনতে হয় এবং নানার ধরনের গান স্কিন বা আউটফিট কেনার জন্য অস্থির হয়ে পরে অনেকেই।
অনেক পরিবাবারেই থাকে নানান ধরনের সমস্যা, অনেক বাবা-মা এমবি তোলার জন্য টাকা দিতে পারেন না গেমার সন্তানদের। সময় থাকতে এসকল বিষয়ে সচেতন হওয়া উচিত অভিভাবকদের।