আওয়ামীলীগ নেতাকর্মীদের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহব্বান- এমপি প্রিন্স
- প্রকাশিত সময় ১০:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮
- / 158
পাবনা প্রতিনিধি :যুব,ক্রীড়া ও পররাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, আওয়ামীলীগ নেতাকর্মীদের মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
আবার কোন নেতাকর্মী যদি দলের নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম কাজের সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারন আওয়ামীলীগ সরকার অপকর্ম, মাদকের বিরুদ্ধে ইতোমধ্যেই কঠোর প্রদক্ষেপ নিয়েছে।
শুরু করেছে মাদক বিরোধী অভিযান,এতে দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হচ্ছেনা। তাই যদি কেউ এই অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে সাবধান হওয়ার আহব্বান জানান তিনি।
এমপি প্রিন্স আরো বলেন, সামনে নির্বাচন ,এখন থেকে সবাইকে নৌকার পক্ষে প্রচারনা চালিয়ে যেতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লাহ মহল্লাহ গিয়ে নৌকার ভোট চাই হবে।
সেই সাথে তুলে ধরতে হবে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র। বুঝাতে হবে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নৌকা বিজয়ের কোন বিকল্প নাই।তিনি বলেন, শেখ হাসিনা সরকার সহিংষুতার রাজনীতি করে না।
তিনি দেশের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। অতীতের সরকারের আমলে রাস্তা দিয়ে মানুষ হাটতে পারে নাই , অনেক কষ্ট পহাতে হয়েছে। কিন্তু এখন মানুষকে আর কষ্ট করতে হয় না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
রবিবার পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের অন্তত বাজার এলাকায় একটি রাস্তার মেরামত কাজের উদ্বোধন শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান,সাজ্জাদ হোসেন খোকন,এনায়েত হোসেন দুলাল,
মসলেম,মোস্তাক আহমেদ,আব্দুস সুবহান,রাজা,মানিক,শ্রী বিশ্বজিত কুমার ঘোষ, বকুল, বাদশা সরদার, হাজী শেখ রাসেল মাসুদ,ভিপি আজিজ,হিরক হোসেন, কামরজ্জামান রকি,রন্টু,হাজী রেজা,আব্দুল আল-মামুন বাবু,লালন,বকুল মেম্বার, দুলাল, কালাম,মাহবুব, বিস্কুট, সরদার স্বপন আহমেদ, সুরুজ মন্ডল,সহ স্থানী আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।