ইয়াবাসহ দৈনিক এ যুগের দীপ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি আটক
- প্রকাশিত সময় ০৩:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / 204
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ পাবনার ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযানে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দৈনিক এ যুগের দীপ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি আটক।
আটক দৈনিক এ যুগের দীপ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেন (২৮) পাবনা জেলার ঈশ্বরদী থানার চর কুরুলিয়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছানোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, রবিবার ২৩ মে রাত ৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ঈশ্বরদী থানার চর গড়গড়ির আলহাজ্ব মোড় বাজারস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন হোসেন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (২৮) “দৈনিক এযুগের দীপ” পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত থেকে দীর্ঘ দিন যাবৎ সাংবাদিকতা পেশার অন্তরালে ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রিপন হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর প্রকৃত মালিক ঈশ্বরদী থানার অন্তর্গত চর গড়গড়ি গ্রামের মৃত আক্কাস আলী প্রামাণিক এর ছেলে মোঃ রানা প্রামাণিক। তিনি তাকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো বাকিতে সরবরাহ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) সারণিক-১০ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আসামীদ্বয়ের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।