ইয়াবাসহ দৈনিক এ যুগের দীপ পত্রিকার প্রতিনিধি আটক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- প্রকাশিত সময় ০১:৪৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / 185
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ সোমবার ২৪ মে দৈনিক স্বতঃকণ্ঠ পত্রিকার অনলাইনে ইয়াবাসহ দৈনিক এযুগের দীপ পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি আটক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান দৈনিক এ যুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
সোমবার ২৪ মে তারিখে স্বতঃকণ্ঠ বরাবর লিখিত প্রতিবাদ লিপিতে এই প্রতিবাদ জানান দৈনিক এযুগের দীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
প্রতিবাদ লিপিতে বলা হয়, দৈনিক এযুগের দীপ পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি হিসাবে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক মো: রিপন হোসেন (২৮), পিতা: মোঃ সিরাজুল ইসলাম, সাং- চর কুরুলিয়া, থানা- ঈশ্বরদী, জেলা: পাবনা নামের দৈনিক এযুগের দীপ পত্রিকায় কোন নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি আমাদের নেই।
যদি উক্ত ব্যক্তি মো: রিপন হোসেন কোন পরিচয় পত্র প্রদর্শন করে থাকে সেটা জাল বলে বিবেচিত হবে।
বিধায় দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনটিতে উক্ত আসামীকে দৈনিক এযুগের দীপ পত্রিকার সংবাদদাতা উল্লেখ করা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।