ঈশ্বরদীতে স্ত্রীর ঝুলন্ত লাশ ঘরে রেখে পালিয়ে গেল স্বামী
- প্রকাশিত সময় ০৭:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / 207
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীর কামালপুর মধ্যপাড়া এলাকায় নাসরিন খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ রেখে পালিয়ে গেছে স্বামী।
সোমবার (২৪ মে) দিবাগত রাতে মরদহে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার রুহুল আমিনের স্ত্রী ও পাবনা সদর উপজেলার মাধপুর গ্রামের নাসির সরদারের মেয়ে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন, মঙ্গলবার (২৫ মে) ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে নাসরিনের শয়নকক্ষে তাঁর মৃত দেহ রেখে স্বামী রুহুল আমিন পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাটি থানায় জানালে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাসরিনের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। সে আত্মহত্যা করেনি বরং হত্যা করা হয়েছে।
ঈশ্বরদী থানারও অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় প্রথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।
ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনা হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।
আরও পড়ুনঃ ঈশ্বরদীর লিচু বাগানে শ্রমিক সংকট