বিজ্ঞপ্তি :
নাটোরের লালপুরে প্রাচীন পাথরের মূর্তি উদ্ধার
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১০:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / 219
লালপুর (নাটোর) সংবাদাদতাঃ নাটোরের লালপুরে পুকুর সংস্কার করতে গিয়ে পাওয়া গেল পাথরের তৈরী প্রাচীন মূর্তি।
মঙ্গলবার (২৫ মে) সকালে লালপুর উপজেলার চামটিয়া মাঠে জনৈক ইউনুস আলীর একটি পুকুরের তলদেশ সংস্কারের সময় তখন পাথরের একটি প্রাচীন মূর্তি পাওয়া যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাথরের তৈরী নারী প্রতিকৃতির মূর্তিটির ওজন ১৪৫ কেজি। ঊচ্চতা প্রায় আড়াই ফুট।
লালপুর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘মূর্তিটি উদ্ধার করে নাটোর জেলা প্রশাসকের ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। মূর্তিটি প্রাচীন পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ রাজশাহীর বাঘায় চুরি হওয়া ১২টি মহিষ পুঠিয়ায় উদ্ধার