সিরাজগঞ্জের এনায়েতপুরে নারীসহ ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / 163
স্বতঃকণ্ঠ বার্তাকক্ষঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ ০১ নারীসহ ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল, উভয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খোকসাবাড়ী, পূর্বপাড়া গ্রামের মোঃ কমেদ মীর এর স্ত্রী মোছাঃ আন্না বেগম (৪০) ও ব্রাহ্মন গ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত খোদা বক্স এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৮)।
র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বুধবার ২৬ মে বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুর কাপড়ের হাটের পূর্ব পার্শ্বে জনৈক শ্রী বৈদ্যনাথ অধিকারীর টাঙ্গাইল শাড়ী ঘর এর সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় অপরাধ মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনার বিএডিসি প্রকৌশলীর মৃত্যু- আহত ২